About
﷽
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
আল্লাহর নাম নিয়ে শুরু করছি।
সকল প্রশংসা তাঁর জন্যেই।
তাঁর হাতেই সকল ক্ষমতা ও রাজত্ব।
সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী
মোহাম্মদ ﷺ-এর ওপর।
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
আল্লাহর নাম নিয়ে শুরু করছি।
সকল প্রশংসা তাঁর জন্যেই।
তাঁর হাতেই সকল ক্ষমতা ও রাজত্ব।
সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী
মোহাম্মদ ﷺ-এর ওপর।
بِسْمِ اللّٰهِ تَوَكَّلْتُ عَلَی اللّٰهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِا للّٰهِ
'আল্লাহর নামে শুরু করছি।
তাঁর ওপর ভরসা করছি।
আল্লাহর সাহায্য ছাড়া কারও অকল্যাণ থেকে বাঁচার কোনো উপায় নেই আর ভালো কাজ করারও কোন সামার্থ্য নেই।'
قُلْ يَا عِبَا دِيَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلَی اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مَنْ رَّحْمَةِ اللّٰهِ
اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا اِنَّه هُوَالْغَفُوْرُ الرَّحِيْمُ
"বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন।
তিনি ক্ষমাশীল।
পরম দয়ালু।"
তাই গুনাহ হয়ে গেলে তওবা করুন।
দুই রাকাত সালাত আদায় করে কেঁদে-কেটে
আল্লাহর তাআলার কাছে ক্ষমা চান।
কোন মন্তব্য নেই
নতুন মন্তব্যগুলি মঞ্জুরিপ্রাপ্ত নয়৷