দোয়া
দোয়া
হে আল্লাহ! আমি আপনাকে আপনার মহিমার মতো ইবাদত করতে পারিনা।আমি দাউদ আলাইহিস সালাম এর মতো রোজা রাখতে পারি না।
আমি আইয়ুব আলাইহিস সালাম এর মতো অসুস্থ অবস্থায় ধৈর্য ধরতে পারিনা।
আমি ইউনুস আলাইহিস সালাম এর মতো মাছের পেটের অন্ধকারে তাজবীহ পড়তে পারি না।
আমি ইয়াহহিয়া আলাইহিস সালাম এর মতো দ্বীনের উপর দৃঢ় থাকতে পারিনা।
হে আল্লাহ! আমি ওদের মতো বড় ত্যাগ স্বীকার করতে পারিনা।
কিন্তু আমি তাদের মতই হে আল্লাহ! আমি আপনাকে ভালোবাসি হয়তো আমি হোঁচট খেয়েছি তবে আমি আপনার কাছেই ফিরব গুনাহ থেকে পবিত্র হয়ে।
হে আল্লাহ আমাকে শক্তি দিন আমাকে ছেড়ে দিবেন না
আমি সহ্য করতে পারি না।
হে আল্লাহ আমাকে কবুল করুন। আমাকে একা ফেলে যাবেন না।
হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই আপনি ছাড়া আমার তো আর মালিক নাই।
কিন্তু আপনার তো অনেক নেক বান্দা আছে আমাকে ছাড়া আপনার কিছুই হবে না।
কিন্তু আপনাকে ছাড়া আমি চলতেই পারবো না।
হে আল্লাহ এই শয়তানের পথ থেকে আমাকে রক্ষা করো।
আমাকে নবীদের ও সাহাবায়ে কেরামদের পথ দেখাও এবং তাদের পথে চলার তৌফিক দান করো।
হে রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম ইয়া বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।
আমীন।
কোন মন্তব্য নেই
আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন?