ইসলামিক গজল


কি আর হবে কান্দিয়া
ইসলামিক গজল

কি আর হবে কান্দিয়া

কি আর হবে কান্দিয়া, এই দুনিয়ার লাগিয়া,
যাইতে হবে ঐ কবরে এই দুনিয়া ছাড়িয়া। (২)

কত এল, কত গেল, কেউ তো ফিরে এল না,
কেউ তো কারো বলে যাবার সময়টুকু পেল না-
তোমাকেও যে যেতে হবে তাও কি গেছ ভুলিয়া,
যাইতে হবে … ছাড়িয়া। (২)

কি আর হবে কান্দিয়া, এই দুনিয়ার লাগিয়া,
যাইতে হবে ঐ কবরে এই দুনিয়া ছাড়িয়া। (২)

রঙিন চশমা পরে চোখে, দেখছ রঙিন দুনিয়া,
কদিন আছ, থাকবা কদিন, হিসাব টা নাও কষিয়া-
চলতে পথে থামতে হবে এই কথা নাও মানিয়া,
যাইতে হবে … ছাড়িয়া। (২)

যোগ বিয়োগের খাতা রে তোর, পৌঁছে গেছে জিরোতে,
ফলাফলের শেষ ঠিকানা, হবে ঐ কবরেতে-
জীবনের এই পরিনতি, কেন গেলি ভুলিয়া,
যাইতে হবে … ছাড়িয়া। (২)

কি আর হবে কান্দিয়া, এই দুনিয়ার লাগিয়া,
যাইতে হবে ঐ কবরে এই দুনিয়া ছাড়িয়া। (২)

ইসলামিক গজল

কোন পথে শান্তি নাই - কোন পথে মুক্তি নাই

কোন পথে শান্তি নাই - কোন পথে মুক্তি নাই

শান্তির পথ সেতো একটাই - সে পথ ইসলাম
আয়ছুটে আয় - সে পথ ইসলাম আয়ছুটে আয়

কোন পথে শান্তি নাই

দেখেছি সরকার কেয়ারটেকার - পেয়েছি অশান্তি আর হাহাকার

দেখেছি সরকার কেয়ারটেকার - পেয়েছি অশান্তি আর হাহাকার

দিয়েছি স্লোগান  দেখেছি অভিযান - দিয়েছি স্লোগান  দেখেছি অভিযান

হয়েছি বারবার শুধু নিরু পায় - হয়েছি বারবার শুধু নিরু পায়

কোন পথে শান্তি নাই - কোন পথে মুক্তি নাই

শান্তির পথ সেতো একটাই - সে পথ ইসলাম
আয়ছুটে আয় - সে পথ ইসলাম আয়ছুটে আয়

কোন পথে শান্তি নাই

দেখেছি ভোট আর নোটের গুণাগুন

রাজনীতির ছলে বিবেক মানুষ খুন -
রাজনীতির ছলে বিবেক মানুষ খুন

থেকেছি নিবিকার হয়েছি বেকারার - থেকেছি নিবিকার হয়েছি বেকারার

কেটেছে দিনগুলো অস্থিরতায় - কেটেছে দিনগুলো অস্থিরতায়

কোন পথে শান্তি নাই - কোন পথে মুক্তি নাই

কোন পথে শান্তি নাই - কোন পথে মুক্তি নাই

শান্তির পথ সেতো একটাই - সে পথ ইসলাম
আয়ছুটে আয় - সে পথ ইসলাম আয়ছুটে আয়




গজল
কাপন আমার আপন

কাপন আমার আপন কবর আমার খাটি ঐ কবরে

যেতে হবে থাকবে না কেউ সাথী

একা একা নিরলায় থাকতে হবে বাঁশ তলায়

চতুর্দিকে রবে শুধু মাটি

ঐ কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী

সারে তিন হাত মাটির ঘর কারু আপন কারু পর

কারো হবে ফুলেরি বাঁগান

কারো বা হবে জাহান্নাম

মুন কার নেকি আসিবে ছওয়াল জবাব করিবে

যদি না পারি ছওয়ালের জবাব শুরু হবে কবরের আজাব

সেদিন তোমার কবরে না থাকিলে বাতি

সবার কাছে দুঃখিত
গজলে ভুল ত্রুটি থাকলে মাফ করবেন

মুসলমান হবো। মুসলমান হবো।
আমি ইসলামের কথা সমুন্নত করব।
চিন্তা নেই যে রাস্তায় কাটা বিছানো আছে।
যারা আপন ছিল এখন তারাও আমাদের থেকে সটকে পড়েছে।
আমার বন্ধুরা সবাই অচেতন হয়ে ঘুমাচ্ছে,
তারা অন্যদের চক্রান্তে নিখোঁজ হচ্ছে।
কিন্তু আমি তো কোরআন নিয়ে উঠবো।
আমি ইসলামের কথা সমুন্নত করবো।
আল্লাহর উপর ভরসা আছে, আমার ভয় কিসের?
চিন্তা নেই যে যমানা  শত্রু হয়েছে।
আমি সংগটিত হয়ে রহমত সমুজ্জ্বল করবো।
আমি অন্ধকারসমূহকে আলোকিত করবো।
মুসলমান হবো, মুসলমান হবো।
আমি ইসলামের কথা সমুন্নত করব।
উঠো হে ঘুমন্ত ব্যক্তিরা, ভোর হয়ে গিয়েছে।
উঠো বয়স অনেক নষ্ট হয়ে গিয়েছে।
এই কোরআরান এখন হাতে নিয়ে উঠ।
ইসলামী সংগীত গেয়ে ওঠো।
মুসলমান হবো, মুসলমান হবো।
আমি ইসলামের কথা সমুন্নত করব।

কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন?

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.