১০ খতম কুরআন তিলাওয়াতের ছাওয়াব করার আমল
৭) হযরত আনাস (রাযি:)থেকে বর্ণিত রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি
একবার সুরা ইয়াসিন আল্লাহ পাক করবে তাহাকে দশবার কুরআন তিলাওয়াত করিবার সাওয়াব দান করিবেন।
(তিরমিজি. মেশকাত 187 পৃষ্ঠা)
ইয়াসিন সূরা টা সকলে প্রতিদিন ফজরের নামাজের পর পড়ার চেষ্টা করবেন আমরা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারিনা বা কিছু অংশ পারি আপনি যা পারেন তা তেলোয়াত করবেন এবং পাঁচ ওয়াক্ত নামাযের পর সুরা গুলো শিখার চেষ্টা করবেন।
এক মিনিটে এক খতমে কুরআনের ছাওয়াব
হযরত আবু দারদা ( রাযিঃ) থেকে বর্ণিত রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইখলাস
একবার পাঠ করিলে পবিত্র কোরআনের এক
তৃতীয়াংশ পাঠ করি বার ছাওয়াব পাওয়া যায়
(মুসলিম. মেশকাত 185 পৃষ্ঠা)
একশত নফল হজ্জ্বের ছাওয়াব
৭) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে ব্যক্তি সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার
সুবাহানাল্লাহ পাঠ করিবে আল্লাহ পাক তাহাকে একশত
নফল হজ্জের ছাওয়াব দান করিবেন
( মেশকাত 202 পৃষ্ঠা)
আমরা সকলে ফজরের পর এবং মাগরিবের পর
সুবাহানাল্লাহ 100 বার পড়ার চেষ্টা করব আমরা
অনেকে টাকার জন্য হজ করতে পারিনা বা সম্ভব হয়
না বা যারা হজ্ব করছে সকলেই এটা আমল করতে
পারবেন সুবহানাল্লাহ একবার পাঠ করিলে জান্নাতে
একটি করে গাছ হয়ে যায় সকলেই এ আমলগুলো আমল করার চেষ্টা করবেন।
আরবি হরফ চেনার পদ্ধতি আরবি 29 টি হরফ
বাংলা উচ্ছারণ
আলিফ,বা, তা, ছা, জিম, হা, খ, জিম, দাল, যাল, র ,যা, সিন ,শিন, সোয়াদ, দোয়া, যোয়া ,আইন, গাইন, ফা, কফ, কাপ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া
ا ب ت ث ج ح خ د ذ ر ز س ش ص ض ط ظ ع غ ف ق ك ل م ن و ه ء ی
পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ

কোন মন্তব্য নেই
আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন?