কিছু দোয়া
বিপদের দোয়া
বিপদের সময় মহানবী (সা.) যে ৩টি দোয়া পাঠ করতেন সেই দোয়াগুলো উম্মতদেরও পাঠ করাতে বলেছেন।
বিপদের দোয়া ১:
সাদ ইবনে আবি ওক্কাস রা. বলেন, নবীজি সা. দুঃখ-কষ্টের সময় বলতেন :- ‘‘লা-ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন ’’। (দোয়া ইউনূস)
অর্থ:- একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তোমার পবিত্রতা বর্ণনা করছি। নিশ্চয়ই আমি সীমালঙ্ঘনকারী। (তিরমিজি : ৩৫০০)
বিপদের দোয়া ২ :
আসমা বিনতে ওমাইর রা. থেকে বর্ণিত, নবীজি সা. বলেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যা তুমি দুশ্চিন্তা ও পেরেশানির মধ্যে পড়বে। সাহাবী বললেন, অবশ্যই শেখাবেন। নবীজি বললেন, দোয়াটি হচ্ছে : -
‘‘আল্লাহু আল্লাহ রব্বী লা উশরিকু বিহি শাইয়ান’’।
অর্থ:- আল্লাহই আল্লাহ আমার প্রতিপালক। আমি তার সঙ্গে কোনো কিছু শরিক করি না। (আবু দাউদ : ১৫২৫)
বিপদের দোয়া ৩ :
আনাস রা. থেকে বর্ণিত, নবীজি সা. বলেন :- ‘‘ আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওআনতা তাজআলুল হুযনা সাহলান ইযা শিইতা ’’।
অর্থ:- ইয়া আল্লাহ, কোনো বিষয় সহজ নয়। হ্যাঁ, যাকে তুমি সহজ করে দাও। যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও। (ইবনে হিব্বান : ৯৭৪) আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর দীন প্রতিষ্ঠাকালে বহু বিপদের সম্মুখীন হয়েছেন। বেশ কয়েকবার কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। অনেক জুলুম, অন্যায়, অত্যাচার পাড়ি দিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন। বিপদের সময় মহানবী (সা.) যে ৩টি দোয়া পাঠ করতেন সেই দোয়াগুলো উম্মতদেরও পাঠ করাতে বলেছেন।
ক্রোধ দমনের দোয়া
উচ্ছারণঃ আউযুবিল্লাহি মিনাশ-শাইত্বোয়ানির রাজীম। অর্থঃ আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত অভিশপ্ত শয়তান হতে।
বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া
উচ্চারণঃ বিসমিল্লাহী তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি।
অর্থঃ আল্লাহর নাম নিয়ে তাঁরই ওপর ভরসা করে বের হলাম, আল্লাহর অনুগ্রহ ব্যতীত প্রকৃত পক্ষে কোন শক্তি সমর্থ নেই।
গৃহে প্রবেশ কালে দোয়া
উচ্চারণঃ বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়াবিসমিল্লাহি খারাজনা ওয়া,আলা রাব্বানা তাওয়াককালনা ছুম্মা লাইউসাল্লিমু আ'লা আহলিহী।
শয়ন করার দোয়া
উচ্চারণঃ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া।
অর্থ হে আল্লাহ! তোমার নাম নিয়েই আমি শয়ন করছি এবং তোমার নাম নিয়েই উঠব।
ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দোয়া
উচ্চারণঃ আলহামদুলিল্লা হিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাই হিননুশুর।
অর্থ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমার (নিদ্রার পর) মৃত্যুর পর আমাকে (পুনর্জাগ্রত করে) জীবিত করলেন।
আর তারই নিকট (আমাদের) সকলের পুনরুত্থান হবে।

nice post
উত্তরমুছুন