জীবনের পণ প্রথন পর্ব
![]() |
আলেমে হক্কানী পীরে কামেল হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি এর প্রথম ছবক
-بِسْمِ اللّٰهِ الرَّ حْمٰنِ الرَّحِيْمِ- نَحْمَدُه وَنُصَلِّی عَلٰی رَسُوْلِهِ الْكَرِيْمِ
মুসলমান কাহাকে বলে
বা
মুসলমান কাহাকে বলে
মুসলমান শব্দের অর্থ কি?
আমি আমার সারা জীবন আমার স্বাস্থ্য আমার শক্তি আমার সম্পত্তি আমার যথাসর্বস্ব সম্পূর্ণ রূপে আল্লাহর আনুগত্যের ভিতর তাকিয়া খরচ করিব আল্লাহর আনুগত্যের বাহিরে খরচ করিব না।
এই আনুগত্যের আদর্শ হইবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অন্য কাহারো আদর্শ গ্রহণ করিব না এবং উদ্দেশ্য হইবে শুধু ক্ষণস্থায়ী ছোট জীবনের আনন্দ ভোগ নয় বরং মানুষের দুনিয়া আখেরাতের ব্যাপক জীবনময় শান্তি ও মুক্তি।
সাধনা
রেয়াজত ও মুজাহাদাঃ
সাধনা ব্যতিরেকে সিদ্ধি লাভ হয় না কষ্ট ব্যতিরেকে মিষ্টি পাওয়া যায় না মুজাহাদা না করিয়া মোশাহাদা হাছেল করা যায় না এ কথাগুলি সর্ববাদিসম্মত সত্য।
এই জন্যই কোরআন পাকের মধ্যে ভার ভার মানুষকে কষ্টের মধ্যে ঢুকিতে কষ্ট দেখিয়া পিছপা না হইতে তাকিত করা হইয়াছে।
কিন্তু বিনা উদ্দেশ্যে বিনা দোষে কষ্ট করায় কোন ফলই নাই উদ্দেশ্য আল্লাহকে রাজি করা।
আদর্শ নবী জীবন। কোন কষ্টে ফল আছে? আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে নবী জীবনের আদর্শ অনুসারে মনের বিরুদ্ধে সংযম করিতে নফসের সঙ্গে সংগ্রাম করিতে যে কষ্ট হয় সেই কষ্টেই মিষ্টি পাওয়া যায়।
সেই কষ্টেই ফল লাভ হয় এবং তাকেই বলে মোজাহাদা। মোজাহাদা দ্বারাই হাছেল হয় মোশাহাদা। অর্থাৎ আল্লাহর দিদার।
মানুষকে মানুষ হইতে হইলে প্রথমে তাহার দৃঢ় প্রতিজ্ঞ হইতে হইবে। দ্বিতীয় তারপর তাহার নফসে আম্মা রার সঙ্গে জেহাদ করিয়া রিপু গুলিকে দমন করিয়া সংযম অভ্যাস করিতে হইবে। তৃতীয় মনে যা চায় মনকে সে দিক হইতে ফিরাইয়া রাখিয়া খোদা ভয়ে, খোদার ভক্তি তে খোদার রেজা মন্দি লাগানোর নামাই তাকওয়া।
তাকওয়া হাছেল করার পথে অতি বড় সহায়ক হয় সৎ সংসর্গ এবং আল্লাহর জিকির অর্থাৎ আল্লাহর যাবতীয় মহৎ গুণাবলী স্মরণ করিয়া সদা সর্বদা মনে মুখে আল্লাহকে ইয়াদ রাখা। এই তরতীব ও এই নিয়ম অনুসারে কাজ করিলেই মানুষ হইতে পারে অন্যথায় মানুষ পশুর চেয়েও অধম হইয়া যায়।
বাকিটুকু পরে দিব
পোস্টটা পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন
পরবর্তী পোস্ট পাওয়ার জন্য জিমেইল দিয়ে সাবমিট করে দিবেন পোষ্টের নিচের দিকে আপনার জিমেইল দিয়ে লগইন হয়ে সাবমিটে ক্লিক করবেন
