জীবনের পণ দ্বিতীয় পর্ব



                 বায়াতনামা বা জীবনের পণ

        বায়াত, অঈীকার, প্রতিজ্ঞা, জীবনের পণ।

                 لا اله الا الله محمد رسول الله

আমি অঙ্গীকার করিতেছি যে চুক্তিনামা লিখিয়া দিতেছি প্রতিজ্ঞা করিতেছি জীবনের জন্য পণ করিতেছিঃ
প্রথম নাম্বার এক আল্লাহ ছাড়া আমার অন্য কোন মাবুদ নাই অর্থ আমি এক আল্লাহর দাসত্ব করিব তাছাড়া অন্য কাহারও নফসের শয়তানের অর্থের স্বার্থের স্ত্রী বিলাসিতার দাসত্ব করিব না আল্লাহর হুকুম পালন করিবো আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাহারও হুকুম পালন করিবো না আমার জীবনের একমাত্র লক্ষ আল্লাহ তা ছাড়া অন্য কিছুই আমার জীবনের চরম লক্ষ্য নয়।

দ্বিতীয় নাম্বার এই লক্ষ্যে পৌছাবার জন্য একমাত্র লাইন ও পথ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ। অতএব আবার জীবনের প্রতিজ্ঞা এই যে আমি জীবনের সর্বক্ষেত্রে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ সুন্নত তরিকা পথ লাইন গ্রহণ করিব তা ছাড়া অন্য কাহারো আদর্শ অন্য কাহার ও তরিকা জীবনের কোন ক্ষেত্রে গ্রহণ করি ব না।


তৃতীয় নাম্বার অতএব আল্লাহর হুকুম এবং রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ আমাকে জানিতেই  হইবে।

আল্লাহর হুকুম আছে আল্লাহর কোরআনে রাসূলের আদর্শ ও রাসূলের আজীবন কার্যাবলী রহিয়াছে হাদিসে। অতএব কোরআনে আজীজ এবং রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র হাদিস সম্বন্ধে জ্ঞান আমার অর্জন করতেই হবে। অন্যথায় আমার আধ্যাত্মিক জীবন নৈতিক জীবন রাজনৈতিক জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সামাজিক জীবন ব্যক্তিগত জীবন কোন কিছুই ঠিক হইবে না।


সব কাজের ঘোড়ায় অন্তরের অন্তঃস্থলে অচল অটল ভাবে আমার এই বিশ্বাস রাখিতে হইবে যে আমি আল্লাহর কাছ থেকেই আসিয়াছি এবং আবার ফিরিয়া আল্লাহর কাছেই যাইতে হইবে এবং সারাটি জীবনের হিসাব আল্লাহর কাছে পলে পলে তিলে তিলে দিতে হইবে। অস্থায়ী ও ক্ষণস্থায়ী জীবনের ভালো কাজ করিলে তার ভাল ফল অনন্ত অফুরন্ত কাল পর্যন্ত চিরস্থায়ী জীবনে ভোগ করা যাইবে তার নাম বেহেশ্ত।
আর মন্দ কাজ করিলে তার মন্দ ফল ও ভোগ করিতে হইবে তার নাম দোযখ। আল্লাহর হুকুমের এবং রাসূলের তারিকার মৌলিক বুনিয়াদ ইসলামের মূল ভিত্তির কয়েকটি কাজের জীবন প্রতিজ্ঞা আমি করিতেছি।
 আমি প্রতিজ্ঞা করিতেছি যে,
 এক নাম্বারঃ আমি আল্লাহর হুকুমের পাঁচ ওয়াক্ত নামাজ রীতিমতো পরিবো।

দুই  নাম্বারঃ আল্লাহর হুকুমের রমজান শরীফের রোজা রাখিব।

তিন নাম্বারঃ আল্লাহর হুকুমের হালাল রুজি উপার্জন করিবার জন্য মেহনত করিব। হালাল রুজি খাইব হালাল রুজি আল্লাহর বরকত দিলে যাকাত পরিমাণ মাল হইলে আল্লাহর নামে যাকাত দিব।

চতুর্থ নাম্বারঃ মক্কাশরিফ যাতায়াত পরিমাণ মালে বরকত পাইলে আল্লাহর পবিত্র দর্শন করিয়া হজ্বে ইতুল্লাহ করিব।

পঞ্চম নাম্বারঃ আল্লাহর রাসূলের তরীকা ইসলাম ধর্মের পূর্ণ শরীয়তের ইলম আমল ও প্রচারের জন্য এবং মুসলিম জাতির দ্বীন ও দুনিয়ার উন্নতি ও ভালাইর জন্য সৎকাজে আদেশ বদ কাজে নিষেধের জন্য মুসলমান সমাজকে ভালো ও চরিত্রবান করার জন্য জান মাল কোরবান করিয়া যথাসাধ্য চেষ্টা করিব।

বাকিটুকু পরে দিব আজকে এই পর্যন্ত
পোস্টটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ কোন প্রশ্ন থাকলে কমেন্টে  জানাবেন।
RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.