জীবনের পণ তৃতীয় পর্ব


                      জীবনের পণ তৃতীয় পর্ব

                    আরো প্রতিজ্ঞা করিতেছি যে

এক নাম্বারঃ মিথ্যা কথা বলিব না ওয়াদা খেলাফ করিব না কাউকে ধোকা দিবো না অঙ্গীকার ভঙ্গ করিব না পরের ক্ষতি করিব না চুরি করিব না আমানতের খেয়ানত করিব না  ঘোষ খাইব না সুদ খাইব না জুয়া খেলব না নেশা পান করিব না। অপব্যয় করিব না। চাকুরী হইলে যে কাজের জন্য বেতন পায় সেই কাজে কোন ক্রুটি করিব না পাবলিকের সঙ্গে বা অধীনস্থ বর্গের সঙ্গে খারাপ ব্যবহার পক্ষপাতিত্ব অবিচার অত্যাচার করিব না মিথ্যা রিপোর্ট লিখব না ব্যবসায়ী হইলে মাপে কম দিবো না গ্রাহকের সঙ্গে খারাপ ব্যবহার করিব না কৃষক হইলে আইল বাঙ্গি বনা কাহারো ফসল নষ্ট করব না শ্রমিক হইলে কাজে ফাঁকি দিব না ভোটার হইলে ধর্মদ্রোহী লোকের শরীয়ত বিরোধী লোকের সমর্থন করি ব না বিচারক হইলে মিথ্যা সাক্ষীর উপর নির্ভর করিয়া পক্ষপাতমূলক বিচার করিবো না সত্য নির্ণয় করতে চেষ্টা ক্রুটি করিব না শাসক হইলে দুষ্টের দমন শিষ্টের পালনে ত্রুটি করিব না আইন গঠন হইলে শরীয়তের বিরুদ্ধে কোরআন হাদিসের কোন আইন বা উপধারা প্রণয়ন বা সমর্থন করিব না।

দুইনাম্বার জেনা করিব না কামরিপু কে হাতের দ্বারা চোখের ধারা বা বিশেষ অঙ্গের দ্বারা একমাত্র বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য কুত্রাপি ব্যবহার করিব না স্ত্রী লোক হইলে সমস্ত শরীর ও  সৌন্দর্য কে পর পুরুষের দর্শন হইতে বাঁচাইয়া রাখিবো।

তিন নাম্বার কোন মুসলমানের সঙ্গে দাঙ্গা-হাঙ্গামা ঝগড়া ফাসাদ শত্রুতা করিব না মুসলমানের মধ্যের একতা ভঙ্গ করিব না।

চাঁর নাম্বার কোন মুসলমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিব না মিথ্যা মুকাদ্দামা করিব না মিথ্যা তোহমত লাগাবো না অ বিচার করিবো না।

পাঁচ নাম্বার শরীয়তের আদেশ লংঘন করিমনা শরীয়ত মোতাবেক আমিরের বা কর্মকর্তার আদেশ লংঘন করিব না একথা শৃঙ্খলা ভঙ্গ করিব না এতায়াতে উলিল আমরের খেলাপ করিব না স্ত্রীলোক হইলে স্বামীর তাবেদারীর ক্রুটি করি বলা।

প্রতিজ্ঞা পালন না করিলে সংকল্প দৃঢ় না করিলে মানুষ কখন ও কৃতকার্য হতে পারে না সেই জন্য প্রত্যেক মানুষের সংকল্প দৃঢ় করিয়া অন্তত এই প্রতিজ্ঞা গুলি আল্লাহকে সাক্ষী বানাইয়া এবং আল্লাহর কোন একজন খাস বান্দা কে সাক্ষী করিয়া তদনুযায়ী জীবন যাপন করা দরকার এবং যথাসম্ভব কুসৎসর্গে থাকিয়া আল্লাহকে সদা স্মরণ রাখিয়া জীবন যাপন করা উচিত যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করিয়া সেই অঙ্গীকার পূর্ণ করিবে আল্লাহ তাহাকে বহুৎ আজিমুশশান পুরষ্কার দান করিবেন। ( আল-কোরআন)
অঙ্গীকার কারী........................................................
সাক্ষী.................................................................
তারিখ.........................................................
আজকে এতটুকু বাকিটুকু পরে দিব কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন পোস্টটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.