জীবনের পণ শেষ পর্ব



                জীবনের পণ শেষ পর্ব
         
              আম লোকের জন্য উপদেশঃ

প্রথম নাম্বার পাঁচ ওয়াক্ত নামায সময় মত যথাসাধ্য মসজিদে জামাতের সঙ্গে পড়িবে।

দ্বিতীয় নাম্বার জরুরী কাজের সময় নফসের বাহানায় অতিরিক্ত নফল পড়িবে না। ফরজ ওয়াজিব ও সুন্নাতে মুয়াক্কাদা ঠিক রাখিয়া বেশিরভাগ সময় হালাল রুজি উপার্জনের যে সময় লাগে তা হাতে বেলঘড়িয়া অবশিষ্ট সময় লোক সেবার কাজে লোকের উপকারের কাজে দ্বীনি  উপকার এবং দুনিয়াবী উপকার যার দ্বারা যা সম্ভব হয় করিবে। হালাল রুজি উপার্জন এ বালক সেবার কাজে লজ্জা বোধ বা অপমান বোধ করে বেনা শ্রমের মর্যাদা দিবে  শ্রমে অপমান নাই।

তৃতীয় নাম্বার পরের দোষ দেখিয়া তাদের আয়নায় নিজের দোষ দেখিয়া তাহা সংশোধন করিতে অনবরত আজীবন চেষ্টা ও সাধনা করিবে।

চতুর্থ নাম্বার নিচের হাতের চেয়ে অপরের হাত ভালো। নেওয়ার চেয়ে দেওয়া ভালো পরেরটা খাওয়ার চেয়ে পর কে খাওয়ান ভালো এই নিয়ম পালন করিবে। অজু গোসল ঠিকমতো করিবে পাক নাপাক ভাসিয়া চলিবে হালাল-হারাম বাসিয়া খাইবে জায়েজ নাজায়েজ জানিয়া লাইবে। দয়া মায়া হায়া শরম আদব তমিজ ঠিক রাখিয়া চলিবে। ভুল চুখ হইয়া গেলে বৃথা তাবিল বা জিদ করিবে না, ভূল স্কীকার করিয়া মাফ চাহিয়া লইবে।

পঞ্চম নাম্বার সকালে কিছু কোরআন শরীফ এবং কিছু মুনাজাতে মাকবুল 100 বার দুরুদ শরীফ পড়িবে।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মোহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াবারিক ওয়া সাল্লিম-

সময় পাইলে কলেমা ছুয়ম 100 বা 20 বার বা 10 বার পড়িবে।
সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহিল আলিয়্যিল আজিম।

                       
                               এস্তেগফার
আস্তাগফিরুল্লাহা রাব্বি মিন্ কুল্লি  যান্ বিন্ ওয়া আতুবু ইলাইহি।



 এবং আসতাগফিরুল্লাহ পর্বে।
নিয়ম এশার সময় 100 বার এস্তেগফার পড়িবে এবং সারা দিনের হিসাব নফস এর কাছ থেকে লইয়া সমস্ত ভুল চুক খাতা কছুরের জন্য আল্লাহর কাছে মাফ চাইবে। আগামীর জন্য সতর্কতা ও আর ও শক্ত হইবে। সেসা রাত্রে তাহাজ্জুদের পর 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সঙ্গে আল্লাহকে বিশ্বাস করিব। এক আল্লাহকে মানিয়া চলিব। আল্লাহর বিরুদ্ধে কাউকে আমি মানিবো না। কাউকে ভয় করিব না কাহারো থেকে কিছু আশা করিব না।
মাঝে মাঝে মুহাম্মাদুর রাসুলুল্লাহ বলিয়া আল্লাহকে মানার পথ যে একমাত্র এই পথ সেই কথা স্মরণ করিয়া এবং সেই পথ ধরিয়া সারা জীবন চলিবে। জাহের বাতেনের একজন খাঁটি আলেম কে উস্তাদ বাহ ফির বানাইয়া যে বিষয় যখন সন্দেহ হয় বা দরকার পড়ে তাহার কাছে জিজ্ঞাসা করিয়া লইবে। সত সংসর্গে থাকিবে কুসৎসর্গ বর্জন করিবে।

পাঁচ ওয়াক্ত নামাজের পর পাঁচবার এবং রাত্রে শোবার সময় বিছানায় বসিয়া একবার এই আমাল করিবে। আউযুবিল্লাহ ফরিয়া আয়াতুল কুরসী সূরা ইখলাছ সূরা ফালাক সূরা নাছ মনের দিকে লক্ষ করিয়া তিনবার না হয় অন্তত একবার এবং সুবহানাল্লাহি 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়িবে।

কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরবর্তী পোস্ট পাওয়ার জন্য জিমেইল দিয়ে লগইন হয়ে নিবেন পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.