আযান ও ইকামত

                      
                     
                    আযান ও ইকামতের আদব

উযূর সাহিত উঁচু স্থানে  কেবলামুখী হয়ে দাঁড়িয়ে আযান দেওয়া সুন্নাত।
কেবলামুখী হয়ে উযূর সহিত  ইকামাত বলাও সুন্নাত। আযান থেমে থেমে এবং ইকামত তাড়াতাড়ি বলা সুন্নাত।
আযান শোনা মাত্র কাজকর্ম ছেড়ে দিবে।
ইস্তিঞ্জা সেরে উযূ করে সুন্নাত পড়ে মসজিদে যাবে। আযান ও ইকামতের মাঝে দু'আ কবুল হয়।
ইকামতের প্রতিটি বাক্য উচ্চারণের পর ওয়াক্ফ করতে হবে।
বার শ্বাঁসে আযান এবং সাত শ্বাঁসে ইকামত দিতে হয়। তবে ফজরের আযান ১৪ শ্বাঁসে  দিতে এবং ৮ শ্বাঁসে  ইকামত দিতে হবে।



  আযান ও ইকামত
                         
                            আযানের বিবরণ

নামাজ আদায়ের জন্য প্রতি ওয়াক্তে কতগুলি নির্দিষ্ট কালাম দ্বারা উচ্চস্বরে লোকজনকে আহবান করা কে আজান বলে। আজান দাতাকে মোয়াজ্জিন বলে।  ওয়াক্তিয়া নামাজ এবং জুমুয়ার নামাযের জন্য আযান দেওয়া সুন্নত।

                             আযানের নিয়ম

আযান দাতা মিনারায় কিংবা উঁচু স্থানে দাঁড়াইয়া ক্যাবলা রোখ হইয়া হস্তদ্বয়ের শাহাদাত আঙ্গুলি কর্ণের মধ্যে রাখিয়া উচ্চ আওয়াজে আযানের কালাম গুলি বলিবে। হাইয়্যা  আলাছ ছালাহ বলিবার সময় মুখমন্ডল ডান দিকে এবং হাইয়্যা আলাল ফালাহ বলিবার সময় বাম দিকে ফিরাইবে কিন্তু ছিনা ফিরাইবে না।

                                 
                                   আজান
উচ্চারণঃ আল্লাহু আকবার (চারবার) অর্থঃ-আল্লাহ মহান।

উচ্চারণঃ আশ্ হাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ্ (দুইবার)
 অর্থঃ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই।

উচ্চারণঃ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
(দুই বার)
অর্থঃ আমি সাক্ষ্য প্রদান করিতেছি যে মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।

উচ্চারণঃ হাইয়্যা আলাছ ছালাহ (দুইবার)
 অর্থঃ নামাজের জন্য আসুন।

উচ্চারণঃ হাইয়্যা আলাল ফালাহ (দুইবার)
অর্থ কামিয়াবির জন্য আসুন।

উচ্চারণঃ আছছালাতু খাইরুম্ মিনান নাওম( দুইবার)
অর্থঃ নিদ্রা হইতে নামাজ উত্তম।

উচ্চারণঃ আকবার আল্লাহু (দুই বার)
অর্থঃ -আল্লাহ মহান।

উচ্চারণঃ লা-ইলাহা ইল্লাল্লাহ (একবার)
অর্থঃ আল্লাহ ভিন্ন কোন মাবুদ নাই।


                             আযানের দোয়া

উচ্চারণ আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ্ দ'ওয়াতিত তাম্মাতি ওয়াচ্ছালাতিল ক্বায়িমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফাদ্বীলাতা ওয়াব্ য়াছহু মাক্বামাম্ মাহমুদানিল্লাযী ওয়া আ'দতাহু ইন্নাকা লা-তুখলিফুল মি'আদ।

দোয়ার অর্থ হে আল্লাহ তুমি এই পরিপূর্ণ আহ্বানের ও অস্থায়ী প্রতিষ্টিত নামাজের প্রভূ।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উছীলা ও সমস্ত সৃষ্টির মাঝে বিশেষ মর্যাদা দান কর এবং তাঁহাকে ঐ প্রশংসিত ইস্থান প্রদান কর যাহা তাহার জন্য ওয়াদা করিয়াছ। নিশ্চয়ই তুমি ব্যতিক্রম কর না অঙ্গীকার।

                               আযানের জওয়াব

মুয়াজ্জিন আযানের ভিতরে যেই কালাম বলিবে শ্রোতারা  উহাই বলিবে, কিন্তু ''হাইয়্যা আলাছ ছালাহ এবং হাইয়্যা আলাল ফালাহ বলিবার পরে লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলিবে।

অর্থঃ আল্লাহর সাহায্য ছাড়া অন্যের সাধ্য- শত্তি নাই। এবং ফজরের আযানে "আচ্ছালাতু খাইরুম মিনান নাওম" বলিবার পরে শ্রোতারা বলিবে "ছাদ্দাক্কাতা ওয়া বারারতা।"
অর্থঃ তুমি সত্য বলিয়াছ এবং উত্তম বলিয়াছ।


                        ইক্বামতের বিবরণ

প্রত্যহ ফরজ নামাজ জুমুয়ার নামাযের পূর্বে পুরুষের জন্য এক্বামত বলা সুন্নাত, জামাআতের জন্য সুন্নাতে মুয়াক্কাদাহ্। ইক্বামতে আযানের শব্দগুলিই বলিতে হয়, তবে হাইয়্যা আলাল ফালাহ বলিবার পরে "ক্বাদক্বামাতিচ্ছালাহ" দুইবার বলিতে হইবে।

কোন কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। 

কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন?

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.