নামাজের দোয়া সমূহ

         


নামাজের দোয়া সমূহ


নামাজের নিয়ত

নিয়ত দিলের ইরাদা কে বলে। যেমন আমি দাঁড়াইয়া ফজরের দুই রাকাত ফরযের ইরাদা করিলাম। এই ইচ্ছাটুকু না থাকিলে এমনিভাবে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। প্রচলিত আরবি নিয়ত এর কোন প্রয়োজন নাই। বরং অনেক সময় দেখা যায়, যারা আলেম নন, নিয়ত আরবি দ্বারা করার দরুন তাহাদের তাকবীরে তাহরীমাহ ফউত হইয়া (ছুটিয়া) যায়, যাহা অতি ফজিলত এর জিনিস ।

আর অর্থ না বুঝার দরুন বহু রকমে ভুল করিয়া বসে। যেহেতু আমাদের বাসা বাংলা, আর বাংলা বলিলেও নিয়এত হইয়া যায়। তাহা হইলে কেহ যদি দিলের ইচ্ছার সাথে সাথে মুখেও বলিতে চায়, তবে বাংলা ভাষা এইরূপ বলিবে,  যথাঃ আমি যোহরের চার রাকাত ফরজ নামাজ পড়িতেছি।
 আর( ইমামের পিছনে হইলে) এই ইমামের একতেদা করিলাম।

তাকবীরে তাহরীমাহ্ঃ
 আল্লাহু আকবার  অর্থঃ আল্লাহ সবচেয়ে বড়।

ছানা
বাংলা উচ্চারনঃ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াতাবারা কাসমূকা ওয়াতা'য়ালা জাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুক।

অর্থঃ আয় আল্লাহ! আমি তোমারই পবিত্রতা বর্ণনা করিতেছি তোমার প্রশংসা শহীত, বরকত ময় তোমার নাম। সুউচ্চ তোমার মহিমা এবং তুমি ভিন্ন কোন মাবুদ নাই।

রুকুর তাসবিহঃ
বাংলা উচ্ছারণঃ সুবহানা রাব্বিয়াল আজিম।
অর্থঃ আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করিতেছি।

রুকু হইতে উঠিবার সময়ের তাসবিঃ
 বাংলা উচ্ছারণঃ সামি আল্লাহ হুলিমান হামিদাহ্।
অর্থঃ যে আল্লাহর প্রশংসা করি আছি আল্লাহ তাহার প্রশংসা কবুল করিয়াছেন।

রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়েঃ
বাংলা উচ্ছারণ রাব্বানা লাকাল হা্মদ।
 অর্থঃ হে আমাদের প্রতিপালক সকল প্রশংসা তোমারই।

সিজদার তাসবীহঃ
 বাংলা উচ্ছারণঃ সুবহানা রাব্বিয়াল আ'লা।
 অর্থঃ আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করিতেছি।

তাশাহুদ (আত্তাহিয়্যাতু)
বাংলা উচ্চারণঃ আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াছ ছালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিছ ছালিহীন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলূহ।

  অর্থঃ-সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত এবং সমস্ত পবিত্র বিষয় আল্লাহ তা'আলার জন্য।
 হে নবী! আপনার উপর শান্তি ও তাহার বর্কতসমুহ নাযিল হউক। আমাদের প্রতি ও আল্লাহ তাআলার নেক বান্দাদের প্রতি তাঁহার শান্তি বর্ষিত হউক। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তা'আলা ব্যতীত আর কোন মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল।


দুরুদ শরীফ

বাংলা উচ্ছারণঃ আল্লাহুম্মা ছাল্লিআলা মুহাম্মাদিও ওয়ালা আলি মুহাম্মাদিন কামা ছাল্লাইতা আলা ইবরাহীমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মহাম্মাদিও ওয়ালা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহীমা ওয়ালা আলি ইব্রাহীম ইন্নাকা হামীদুম মাজীদ।

অর্থঃ হে আল্লাহ! তুমি রহমত বর্ষণ কর মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ও তার পরিবার পরিজনের প্রতি, যেমন রহমত বর্ষণ করিয়াছো ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ! তুমি বরকত নাজিল কর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ও তার পরিবার পরিজনের প্রতি, যেমন বরকত নাযিল করিয়াছো ইব্রাহিম আলাই সালাম এর প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত।

দু'আয়ে মা-সূরাহ্ঃ

বাংলা উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নি জলামতু নাফ সি জুলমান কাছিরাও ওয়ালা ইয়াগফিরুজ জুনূবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম।

অর্থঃ হে আল্লাহ, আমি আমার আত্মার উপর অসংখ্য জুলুম করিয়াছি এবং তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করিবার আর কেহই নাই। অতএব আমাকে ক্ষমা কর তোমার নিজের পক্ষ হইতে এবং আমাকে দয়া কর। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, দয়াবান।

সালামঃ
বাংলা উচ্ছারণঃ
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
অর্থঃ তোমাদের উপর শান্তি এবং আল্লাহর রহমত নাযিল হউক।

নামাজ শেষে সালাম ফিরিয়ে এই দোয়া গুলো পাঠ করবেন এই দোয়াগুলো হাদীসে বর্ণিত আছে-

আস্তাগফিরুল্লাহ তিনবার
বাংলা উচ্চারণঃ আস্তাগফিরুল্লাহ -আস্তাগফিরুল্লাহ -আস্তাগফিরুল্লাহ।
অর্থঃ আমি আল্লাহ তা'আলার নিকট ক্ষমা চাহিতেছি।

দোয়াঃ
আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাক তা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম

 অর্থঃ হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমা হইতেই শান্তি, তুমি বরকতময় হে প্রতাপ ও সম্মানের অধিকারী।


তাসবীহ্ঃ
সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার।
RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.