তায়াম্মুমের ফরজ ও সুন্নাত


তায়াম্মুমে ৩ ফরয

১) নিয়ত করা।

২) সমস্ত মুখ একবার মাছেহ্ করা।

৩) দোন হাতের কনুইসহ একবার মাছেহ্ করা।

( পবিত্র মাটিতে হাত রাখিয়া মাসেহ্ করিতে হয়।)

তায়াম্মুমের সুন্নতসমূহ
তায়াম্মুমের সাতটি সুন্নত।
যেমন- এক নাম্বার, বিসমিল্লাহ বলে তাইয়াম্মুম শুরু করা।
দুই নাম্বার, উভয় হাতের তালু পবিত্র মাটিতে মারা।
তিন নাম্বার, মাটিতে রাখা অবস্থায় আঙ্গুলগুলো ফাঁখা রাখা।
চার নাম্বার, মাটি হতে হাত উঠানোর পর উভয় হাত ঝেড়ে ফেলা।
পাঁচ নাম্বার, প্রথমে মুখমণ্ডল ও পরে হাত মাসেহ্ করা। ছয় নাম্বার, দু'অঙ্গ মাসেহ্ করার মধ্যখানে বিলম্ব না করা।
সাত নাম্বার, তারতীব বজায় রাখা।

তায়াম্মুম করার নিয়ম
প্রথমে নিয়ত করে মাটি বা মাটি জাতীয় কোন বস্তুতে উভয় হাতমেরে তারপর হাত উঠিয়ে হাত দু'টি ঝেড়ে ফেলে উহা দ্বারা সমস্ত মুখমণ্ডল মাসেহ্ করতে হবে। পুনরায় পূর্বের মত হাত মেরে উভয় হাত কনুইসহ ভালভাবে মাসেহ্ করতে হবে।
তায়াম্মুমের সাধারণ তিনটি ফরজ কাজ আদায় করলেই তায়াম্মুম হয়ে যায়।


তায়াম্মুমের বিবরণঃ
নামাযী ব্যক্তি যদি পানি না পায়; পানি যদি এক ক্রোশ পথ দূরে হয় কিংবা যদি অসুস্থতার কারণে পানি ব্যবহার ক্ষতিকর হয় তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নামায পড়বে।
কিন্তু নামায ছাড়বে না।
তাইয়াম্মুমের শুরুতে এইভাবে নিয়্যত করবে-আমি পবিত্র হবার লক্ষ্যে এবং নামায বিশুদ্ধ হওয়ার উদ্দেশে তায়াম্মুম করছি।
এই নিয়্যত করত উভয় হাত মাটির উপর রাখবে। তারপর হাত দুটো দ্বারা চেহারা মুছে নিবে।
তারপর পুনরায় মাটিতে হাত রেখে তা দ্বারা উভয় হাত কনুই পর্যন্ত মুছে নিবে।
মুছার সময় লক্ষ্য রাখবে, ওযুতে যতটুকু হাত-মুখ ধৌত করা ফরয তার একটুও যেন বাদ না যায়।
হাতে আংটি থাকলে ওটাও নাড়া-চাড়া করে মাসেহ করবে।
ওযুর তায়াম্মুম যা গোসলের তায়াম্মুমও তাই।
মানুষ যেভাবে ওযু গোসলের মাধ্যমে পবিত্র হয়ে যায়, তায়াম্মুমের দ্বারাও তেমনি পবিত্র হয়ে যায়।
অবশ্য যতক্ষণ পর্যন্ত পানি না পাওয়া যাবে।
তাই তায়াম্মুম করে কোনরূপ সংশয় ছাড়া নামায এবং কুরআন পড়বে।
পানি পাওয়া গেলে তায়াম্মুম ভেঙ্গে যাবে।
যেসব কারণে ওযু ভেঙ্গে যায় ঐসব কারণে তায়াম্মুমও ভেঙ্গে যায়।

যদি শরীর অথবা কাপড় নাপাক থাকে আর পবিত্র করার মত পানি না থাকে তাহলে এভাবেই ফরয নামায আদায় করে নিবে।
কিন্তু যদি সতর ঢাকবার মত কাপড় থাকে তাহলে সমস্ত নাপাক কাপড় খুলে নতুন কাপড় পরিধান করে নামাজ আদায় করবে।

সবাইকে পোস্টটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী কষ্টের নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন

কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন?

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.