ইসলামের মৌলিক আকীদা

 ইসলামের মৌলিক আকীদা
বন্ধুরা!
মনে রেখ, মুসলমান হওয়া অনেক বড় নেয়ামত।
যে ব্যক্তি মুসলমান হলো সে আল্লাহর বন্ধুদের মধ্যে শামিল হয়ে গেল।
দুনিয়াতেও তার প্রতি আল্লাহর রহমত অবতীর্ণ হয় এবং আখেরাতেও সে আল্লাহর দরবারে অনেক বড় মর্যাদার অধিকারী হবে।
তাছাড়া যে ব্যক্তি মুসলমান নয় তার কোন আমলই কবুল হয় না।
তাই প্রতিটি মানুষের কর্তব্য হলো, প্রথমে ঈমান ও ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা এবং স্বীয় সন্তান ও পরিজনকে সেই জ্ঞান শিক্ষা দেওয়া।
তাহলেই মৃত্যুর পর আযাব থেকে মুক্তি পাবে।
অন্যথায় সে এবং তার পরিবারের সকলেই কঠিন আযাবের মুখোমুখি হবে।
এখন শোন!
আমি তোমাদের সামনে অত্যন্ত নির্ভরযোগ্য কিতাব থেকে দিনে মাসাইল তুলে ধরছি।
হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেনঃ
 ইসলামের ভিত্তি হলো পাঁচটি।
এক নাম্বার, কালিমায়ে শাহাদাত;
দুইনাম্বার, নামাজ;
তিন নাম্বার, যাকাত;
চার নাম্বার, হজ;
পাঁচ নাম্বার, রমজান মাসের রোযা।
 এবার তাহলে কালিমার অর্থ শোন!
একথা মুখে বলা এবং অন্তরে বিশ্বাস করা সকল মুসলমানের ওপর ফরয যে, সারা জাহানের সৃষ্টিকর্তা এক।
তাঁর পবিত্র নাম আল্লাহ!
তাঁর কোন শরীক নেই।
সকল বড়ত্ব ও পূর্ণতার আধার তিনি।
তিনি সকল প্রকার দোষত্রুটি থেকে পবিত্র।
তিনি কোন বিষয়েই কারও মুহতাজ নন।
অন্য সকলেই তাঁর মুহ্তাজ- তাঁর কাছে ঠেকা।
তিনি স......ব কিছু জানেন।
একবিন্দু পরিমাণ কিছুও তাঁর জানার বাইরে নেই।
তিনি যা চান তাই করতে পারেন।
তাঁর আদেশকে কেউ-ই ফেরাতে পারে না।
বান্দা ভাল- মন্দ যা কিছুই করে বরং এই পৃথিবীতে যা কিছু ঘটে তা তাঁর-ই প্ল্যান মতোই ঘটে।
অর্থাৎ আল্লাহ তা'আলা প্রথমেই নির্ধারণ করে রেখেছেন অমুক সময় অমুক ব্যক্তির মাধ্যমে এই কাজটি ঘটবে।
এবং ঈমান আনতে হবে এই মর্মে যে, ফিরিশতাগণ আল্লাহর বান্দা।
নূর থেকে সৃষ্ট।
তারা পবিত্র।
কখনো পাপ করেন না।
আল্লাহ তাদের যাকে যে কাজ দিয়েছেন সে সেই কাজে অটল।
তারা মেয়েও নন পুরুষও নন।
খানা-পিনা করেন না।
তাদের প্রাণ হলো আল্লাহর যিকর।
তাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না।
তাদের মধ্যে চার ফিরিশতা খুবই প্রসিদ্ধ।
তাঁরা হলেন-
এক নাম্বার,  হযরত জিবরাঈল আলাইহিস সালাম। তিনি আল্লাহর কিতাব ও নির্দেশ নিয়ে পয়গাম্বরগণের কাছে আগমন করতেন।
দুইনাম্বার, হযরত মিকাইল আলাইহিস সালাম।
তিনি আল্লাহর নির্দেশে বান্দাদের কাছে রিযিক পৌঁছান এবং তিনিই বৃষ্টির আয়োজনও করেন।
তিন নাম্বার, হযরত ইসরাফীল আলাইহিস সালাম।
তিনি  'শিংগা' হাতে দাঁড়িয়ে আছেন।
কিয়ামতের দিন তাতে ফুঁক দিবেন।
চার নাম্বার, হযরত আযরাঈল আলাইহিস সালাম।মৃত্যুর সময় মানুষের প্রাণ বের করে নেন এবং এই মর্মে বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তা'আলা তাঁর পয়গাম্বরগণের প্রতি অনেকগুলো কিতাব নাযিল করেছেন।
তাওরাত নাযিল করেছেন হযরত মূসা আলাইহিস সালাম -এর ওপর;
ইঞ্জিল হযরত ঈসা আলাইহিস সালাম-এর ওপর;
যাবূর হযরত দাউদ আলাইহিস সালাম-এর ওপর এবং কুরআন মাজীদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওপর।
আর অন্যান্য কিতাব অন্যান্য পয়গাম্বরের ওপর।
আল্লাহ তা'আলার কিতাবসমূহের মধ্যে যা কিছু লেখা আছে সবই সত্য-এ বিষয়ে বিশ্বাস রাখতে হবে।
আরও বিশ্বাস রাখতে হবে, আল্লাহ তা'আলা বান্দাদের হিদায়াতের লক্ষ্যে দুনিয়াতে পয়গাম্বরগণকে পাঠিয়েছেন আর আদেশ করেছেন-পয়গাম্বরগণ যে পথে চলতে বলেন তোমরা সে পথেই চলো, তাহলেই তোমাদের দ্বীন- দুনিয়া সবই ঠিক থাকবে।
যে কেউ এপথ ছেড়ে ভিন্ন পথে চলবে সে দোযখে যাবে।
আল্লাহর সকল পয়গাম্বরই  সত্য, নিষ্পাপ এবং সকল মাখলোকের চাইতে উত্তম।
কেউ তাদের সমকক্ষ হতে পারে না।
হযরত আদম আলাইহিস সালাম হলেন সর্ব প্রথম পয়গাম্বর।
তিনি সকল মানুষের পিতা।
তারপর তাঁর সন্তানদের মধ্যে অনেক পয়গাম্বর হয়েছেন তাঁদের সঠিক সংখ্যা আল্লাহ-ই জানেন।
এই পৃথিবীতে সকলের শেষে আগমন করেছেন হযরত মুহাম্মদ মুসতাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনিই সর্বশেষ নবী; নবুওয়াত তাঁর মাধ্যমে সমাপ্তি লাভ করেছে।
অবশ্য হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নূরকে সৃষ্টি করা হয়েছে সকলের আগে।
তাই তিনি সকল নবীর সরদার!
তিনি জন্মগ্রহণ করেছেন মক্কা শরীফে।
বয়স যখন চল্লিশ হয়েছে তখন নবী হয়েছেন এবং তাঁর প্রতি কুরআন অবতীর্ণ হতে শুরু করেছে।
তারপর তের বছর মক্কা শরীফে অবস্থান করেছেন। সেখানেই মি'রাজ হয়েছে।
হযরত জিবরাঈল আলাইহিস সালাম বুরাক নিয়ে আগমন করেছেন।
হযরত আলাইহিস সালাম কে তাতে সাওয়ার করে পবিত্র বায়তুল মুকাদ্দাসে নিয়ে যান।
সেখান থেকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সপ্তকাশ ভ্রমণ করেন।
আল্লাহর আরশ-কুরসী প্রত্যক্ষ করেন।
জান্নাত-জাহান্নাম পরিদর্শন করেন।
এই রাতে তিনি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় বড় নেয়ামত লাভ করেন।
সেখানেই পাঁচ ওয়াক্ত নামায ফরয হয়।
বাকিটুকু পরে পোস্টে দিব
পোস্টটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

কোন মন্তব্য নেই

আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন?

RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.