ওযুর ফরয ও সুন্নাত
ওযুর ফরয চারটি।
এক নাম্বার, মাথার চুল থেকে চিবুকের নিচ পর্যন্ত এবং এক কান থেকে অপর পর্যন্ত মুখ ধৌত করা। দুই নাম্বার, কনুইসহ উভয় হাত ধৌত করা।
তিন নাম্বার, মাথার এক চতুর্থাংশ মাসেহ করা।
চার নাম্বার, টাখনুসহ উভয় পা ধৌত করা।
এই চারটির মধ্যে যদি এক চুল পরিমাণও শুষ্ক থাকে তাহলে অজু শুদ্ধ হবে না।
নিচে সহজ ভাবে দেওয়া হয়েছে
অজুতে ৪ ফরযঃ
১) সমস্ত মুখ দোয়া।
২) দোন হাতের কনুইসহ ধোয়া।
৩) মাথা মাছেহ্ করা।
৪) দোন পায়ের টাখনুসহ ধোয়া
ওযুর সুন্নত হলো- বিসমিল্লাহির রাহমানির রাহিম পাঠ করে উভয় হাত কব্জিসহ তিনবার ধৌত করবে।
তারপর তিনবার কুলি করবে।
মিসওয়াক করবে।
তিনবার ডান হাত নাকে পানি দিবে এবং বাম হাতে নাক পরিষ্কার করবে।
তিনবার মুখ ধৌত করবে।
তিনবার উভয় হাত কনুইসহ ধৌত করবে।
একবার কানসহ পুরো মাথা মাসেহ করবে।
তিনবার টাখনুসহ উভয় পা ধৌত করবে।
এবার ওযু পূর্ণ হলো।
ওযু করার সময় কালিমায়ে শাহাদা পাঠ করবে।
اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله
اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين
سبحانك وبحمدك استغفرك واتوب اليك
অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই।
তিনি এক, তাঁর কোন শরীক নেই।
আমি আরও সাক্ষ্য দিচ্ছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল।
হে আল্লাহ! আমাকে তাওবাকীরদের মধ্যে শামিল করে নাও; আমাকে উত্তমরুপে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে নাও।
আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি; প্রশংসা করছি তোমার-ই।
তোমার কাছে ক্ষমা চাই; তাওবা করছি
তোমার-ই সমীপে।
তারপর দুই রাকাআত নফল নামায পড়বে।
অনেক সওয়াব পাবে।
ওযু করার সময় দুনিয়াবী কথা বলা মাকরুহ এবং অতিরিক্ত পানি খরচ করাও অনুচিত।
নিচে সহজ করে দেওয়া হয়েছে
১) অজুতে নিয়ত করা সুন্নাত।
২) বিসমিল্লাহ পড়া সুন্নাত।
৩) দোনো হাতের কব্জি সহ তিনবার ধোয়া সুন্নাত ।
৪) তিনবার মেসওয়াক করা সুন্নত।
৫) তিনবার কুলি করা সুন্নাত।
৬) তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত।
৭) সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নাত।
৮) ডান হাতের কনুইসহ তিনবার ধোয়া সুন্নাত।
৯) বাম হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নত।
১০) দোন হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত।
১১) সমস্ত মাথা 1 বার মাছেহ্ করা সুন্নত।
১২) কান মাছেহ্ করা সুন্নত।
১৩) গরদান মাছেহ্ করা মুস্তাহাব।
১৪) ডান পায়ের টাখনুসহ তিনবার ধোয়া সুন্নত।
১৫) বাম পায়ের টাখনুসহ তিনবার ধোয়া সুন্নত।
১৬) দোন পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত।
পোস্টটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

কোন মন্তব্য নেই
আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন?