নামাযের মাসআলা



দুই রাকাত নামাযে ৬০ টি মাসআলা

নামাযের প্রথম রাকাতে রুকুর আগে ১১ টি মাসআলাঃ

১) হাত উঠান..........................................   সুন্নত

২)  তাকবীরে তাহরীমা ﴾ اَللّٰهُ اَكْبَرْ ﴿ বলা........ ফরয

৩)  হাত বাঁধা ( মেয়েদের জন্য হাত রাখা )... .... সুন্নত

৪)  ছানা পড়া. ............................................. সুন্নত

৫)  আউযুবিল্লাহ পড়া..................................... সুন্নত

৬)  বিসমিল্লাহ পড়া.. ....................................... সুন্নত

৭)  সুরায়ে ফাতিহা পুরা পড়া..........................ওয়াজিব

৮)  সুরায়ে ফাতিহার পর ﴾ اٰمِيْنْ ﴿ বলা .............. সুন্নত

৯)  সুরার শুরুতে বিসমিল্লাহ পড়া.................মুস্তাহাব

১০)  সুরা মিলান ........................................ ওয়াজিব

১১)  কেরাত পড়া... ....................................... ফরয


রুকুতে ৬ টি মাসআলাঃ

১) রুকুতে যাইবার সময় ( اَللّٰهُ اَكْبَرْ)বলা................সুন্নত

২)  রুকু করা ......................................................ফরয

৩)  রুকুতে দেরী করা. ................................ ..ওয়াজিব

৪)  রুকুতে থাকিয়া سُبْحَانَ رَبِّیَ الْعَظِيْمُ কমপক্ষে ৩ বার  বলা....... ............................................................সুন্নত
( ৫ বার ৭ বার বলাও). ......................................সুন্নত

৫)  রুকু হয়তে উঠিবার সময় سَمِعََ اللّٰهُ لِمَنْ حَمِدَهْ

رَبَّنَا لَكَ الْحَمْدُ  বলা............................................... সুন্নত

৬)  রুকু  হইতে খাড়া হইয়া দেরী করা............ওয়াজিব।
( খাড়া হইয়া حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُّبَارَ كًا فِيْهِ পড়া )


প্রথম সাজদাতে ৬টি মাসআলাঃ

১) সাজদাতে যাইবার সময় اَللّٰهُ اَكْبَرْ বলা ............. সুন্নত

২)  সাজদা করা..................................................ফরয

৩)  সাজদাতে দেরী করা. ..............................ওয়াজিব

৪)  সাজদাতে থাকিয়া سُبْحَانَ رَبِّیَ الْاَعْلٰی
কমপক্ষে ৩ বার বলা........................................... সুন্নত
( ৫ বার ৭ বার বলাও )........................................সুন্নত

৫)  সাজদা হইতে উঠিবার সময়  اَللّٰهُ اَكْبَرْ বলা......সুন্নত

৬)   সাজদা হইতে  সোজা হইয়া  বসিয়া.....
 দেরীকরা........ওয়াজিব
(বসিয়া رَبِّ اغْفِرْلِیْ وَارْحَمْنِیْ وَعَافِنِیْ وَاهْدِنِیْ وَارْزُقْنِیْ পড়া )



দ্বিতীয় সাজদাতে ৬ টি মাসআলাঃ

১ হইতে ৫ পর্যন্ত প্রথম সাজদার মত।

৬)  সাজদা হইতে সোজা হইয়া খাড়া হওয়া....ওয়াজিব



২য় রাকাতে রুকুর আগে ৭ টি মাসআলাঃ


১)  হাত বাঁধা....................................................সুন্নত

২)  বিসমিল্লাহ পড়া.......................................... সুন্নত

৩)  সূরায়ে ফাতেহা পুরা পড়া........................ওয়াজিব

৪)   সূরায়ে ফাতিহার পর اٰمِيْنَ বলা................ সুন্নত

৫)  সুরার শুরুতে বিসমিল্লাহ পড়া.............মুস্তাহাব

৬)  সূরা মিলান... .........................................ওয়াজিব

৭)  কেরাত পড়া...................................................ফরয

( ২য় রাকাতের রুকু ও সেজদার মাসআলা প্রথম রাকাতের ন্যায় )

আখেরী বৈঠকে ৫ টি মাসআলাঃ

১)  আখেরী বৈঠক...............................................ফরয

২)  আত্তাহিয়্যাতু পড়া.....................................ওয়াজিব

৩)  দরুদ শরীফ পড়া...........................................সুন্নত

৪)  দু'আয়ে মাসুরা পড়া.......................................সুন্নত

৫)  আসসালামু আলাইকুম বলিয়া নামায শেষ করা...............................................................ওয়াজিব

বিঃ দ্রঃ ফরয নামায দাঁড়াইয়া পড়া ফরয।


তৃতীয় ও চতুর্থ রাকাতের রুকু ও সেজদার মাস্আলা প্রথম রাকাতের ন্যায়। কিন্ত ফরয নামাযের তৃতীয় ও চতুর্থ রাকাতে রুকুর আগে চারটি মাসআলা।


১)  হাত বাঁধা .......................................................সুন্নত

২)  বিসমিল্লাহ পড়া.............................................সুন্নত

৩)  সূরায়ে ফাতিহা পুরা পড়া................................সুন্নত

৪)   সূরায়ে ফাতিহার পর আমীন বলা..................সুন্নত

পোস্টটা পড়ার জন্য অনেক ধন্যবাদ আর সবাই কমেন্ট করবেন পরবর্তী পোস্ট পাওয়ার জন্য জিমেইল দিয়ে সাবমিট করে দিবেন
RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.