সত্যক প্রকাশ


সত্য,ক প্রকাশ
বর্ণিত আছে যখন একত্ববাদের আওয়াজ মূর্তিগুলোকে অপমান ক,,রতে শুরু করল তখন কুরাইশরা  নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম এর ও চাচা আবু তালেব এর নিকট অভিযোগ করলো যে আপনার ভাতিজাকে বোঝাও সে আমাদের মূর্তি কে গালমন্দ করে আবু তালেব বুঝিয়ে শুনিয়ে তাদেরকে ফিরিয়ে দিল

কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম নিজ কর্তব্য পালনে রত রইলেন কয়েকদিন পর পুনরায় নেতৃস্থানীয় লোকেরা একত্র হয়ে আবু তালেব এর নিকট এল এবং বলল আমরা কেবল তোমার করো না চুপ করে আছে কিন্তু তুমি আপন ভাতিজা কে নিষেধ করছো না আমরা কিভাবে এটা সহ্য করতে পারি যে আমাদের মূর্তির অপমান স্বয়ং আমাদের ওই সামনে করা হবে আমাদের সম্মানিত পূর্বসূরীদের পদ বস্টা এবং আমাদের সমা চলনা করা হবে আমরা তোমাকে সম্মান করে থাকি তাই কেউ কাছে এখন আমরা এ সকল কথা বেশি দিন পর্যন্ত সহ্য করতে পারি না নিজেদের মন্দাচার নিজেদের সমুখে শ্রাবনের মত অনেক ধৈর্য্য নেই

 উত্তম হলো তুমি ভাতিজাকে বুঝে নাও অথবা তুমি নিজে মধ্য থেকে সরে যাও অন্যথায় তোমরা দুজনেই ময়দানে বেরিয়ে পড়ো যাতে আমাদের তোমাদের মীমাংসা হয়ে যায় আবু তালেব দেখল যে এখন অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ছে এখন কোন ভাবেই মেনে নিবে না আমি একা সকলের সঙ্গে মোকাবেলা কিভাবে করবো অবশেষে বাধ্য হয়ে তিনি সমস্ত ঘটনা নবীজির কাছে পেশ করলেন এবং বললেন হে আমার প্রিয় ভাতিজা চোখের শীতলতা আমার উপর এ পরিমাণ বোঝা চাপিয়ে দিয়ো না যা আমি বহন করতে পারবোনা

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শোনে অশ্রু সিক্ত হলেন এবং বলতে লাগলেন চাচাজান আপনি কি বলেন যদি এই লোকেরা আমার এক হাতে সূর্য এবং অপর হাতে চাঁদ ও এনে দেয় তথাপি ও আমি নিজ কর্তব্য পালনে ত্রুটি করব না হে খোদা আপনি নিজ কার্য কে পরিপূর্ণ করে দেন অন্যথায় আমি এ রাস্তায় কোরবান হয়ে যাব নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্ত কথাগুলি প্রতিক্রিয়া আবু তালেবের অন্তরে এত প্রভাব সৃষ্টি করলো যে তাকে বলতে হল ঠিক আছে নিজের কাজ চালিয়ে যাও কেউ তোমাকে কোন ক্ষতি করতে পারবে না কুরাইশরা যখন কোন ভাবেই তাদের ডাল গলতে দেখল না তখন

অথবা কে তাদের প্রতিনিধি নিযুক্ত করে হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম এর খেদমতে পাঠানো হল সে উপস্থিত হয়ে বলল হে মুহাম্মদ তুমি এটা বলো তুমি শেষ পর্যন্ত কি চাও তুমি মক্কার হুকুমত পছন্দ করো অথবা কোন বড়লোকের সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাও নাকি বহু ধন-সম্পদ এনে আমরা তোমার সামনে স্তুপ করে দেই আমরা তোমার সব কথা মানার জন্য প্রস্তুত আছে তবে তুমি কেবল আমাদের রীতি-নীতিতে হস্তক্ষেপ থেকে দূরে থাকো এবং আমাদের মুহূর্তের নিন্দাবাদ করোনা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমস্ত তোষামোদ কথাবার্তার জবাবে শুধু এটা বললেন

আমি তো খোদা তা'আলার বার্তা নিয়ে এসেছে যে সব বিষয় তোমরা পেশ করছো সেগুলি সঙ্গে আমার কে সম্পর্ক আছে অতঃপর তিনি কুরআন মাজীদের কয়েকটি আয়াত পাঠ করলেন যার অর্থ হে মুহাম্মদ আপনি বলে দিন আমি তোমাদের মতই মানুষ তবে আমার উপর ওহী নাযিল হয় বলে দিন তোমাদের খোদা কেবল ওই এক খোদা সুতরাং তার দিকে ফিরে আস সৎ কাজ করো এবং তার সঙ্গে অন্য কাউকে অংশীদার করোনা উকবা এ কথাগুলো শ্রবণ করে শব্দ হয়ে গেল এবং নিজ গোত্রে ফিরে গিয়ে বলতে লাগল আমার অভিমত হলো তোমরা মোহাম্মদকে কিছুই বলো না তাকে তার নিজ অবস্থায় উপর ছেড়ে দাও যে সকল কথা সে শুনে থাকে তা কবিতা নয় অন্য কোন কিছু যদি সে তার উদ্দেশ্য সফলকাম হয়ে যায় তাহলে তাতে তোমাদের ওই মর্যাদা অকৃতকার্য নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে।

 কিন্তু কুরাইশরা উকবার একটি কথাও শুন ল না এবং তার অবিমতের সংগে একমত হল না।

পোস্টটা পড়ার জন্য অনেক ধন্যবাদ

বিষয় কমেন্টে জানাবেন কেমন হলো কমেন্টে জানাবেন পরবর্তী পোষ্ট দিলে নোটিফিকেশন পাওয়ার জন্য জিমেইল দিয়ে লগইন হয়ে নেবেন ধন্যবাদ সবাইকে
RBFried থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.