হযরত বেলাল (রাঃ) এর সংক্ষিপ্ত কাহিনী এবং ১দানের সূফল
হযরত বেলাল (রাঃ) এর সংক্ষিপ্ত কাহিনী।
এ বেচারা হাবশি ছিলেন
এবং উমাইয়া বিন খরফের কীতদাস ছিলেন
যে ইসলামের ঘোরতর দুশমন ছিল।
যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তা'আলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন
তখন তার উপর বিপদের পাহাড় ভেঙে পড়ল মক্কায় প্রচন্ড গরম থাকার কার নে ভালো উত্তপ্ত হয়ে যেত
ও মাইয়া বিন খলফ তাকে ঠিক দুপুরের সময় শরীর আনার ভেদ করে ওই উত্তপ্ত বালুর ওপর স্বয়ং করে দেয়
শুধু তাই নয় বরং বুকের উপর পাথরের সিল রেখে দিত যাতে নড়াচড়া করতে না পারে কিন্তু এমন অবস্থায় তার মুখে বার বার আল্লাহর নাম উচ্চারিত হতো
ও মাইয়া যখন দেখল যে এ পন্থায় সে ফিরে আসছে না তখন গলায় রশি বেঁধে বখাটে ছেলেদের হাতে সোপর্দ করে দিত তারা তখন সমস্ত সহর টেনে চড়ে বেড়াতো
আল্লাহর এই প্রিয় বান্দা তখনও আহাদ আহাদ করতে থাকেন আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হন।
এই পোস্টটা পড়ার জন্য অনেক ধন্যবাদ
ভাল লাগলে কমেন্ট করবেন এইরকম ইসলামিক কাহিনী পাওয়ার জন্য পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য জিমেইল দিয়ে লগইন হয়ে নিবেন
১দানের সূফল
হযরত রসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ
একদা এক ব্যক্তি কোন এক গভীর জঙ্গলে ভ্রমণ করিতে ছিল হঠাৎ সেই এক মেক মেঘখণ্ড হইতে এক গায়েবী আওয়াজ শুনিতে পাইল অমুকের বাগিচায় পানি দাও এই আওয়াজের সঙ্গে সঙ্গে একখণ্ড মেঘ বাগিচার উপর আসিয়া ও ছিল প্রবল বৃষ্টিপাতে বাগান প্লাবিত হইয়া গেল পানির স্রোত একটি নালা দিয়া বহিয়া চলিল ওই লোকটির পানির স্রোত অনুসরণ করিয়া চলিল কিছুদূর গিয়া দেখিল একটি লোক কোদাল দ্বারা ক্ষেতের, আইল বাদিয়া ওই পানি তাহার বাগিচায় আটকাইতে সে লোকটি বাগিচা ওয়ালা কে জিজ্ঞাসা করলো ভাই আপনার নাম কি বাগিচা ওয়ালা সেই নামেই বলিল জাহা সে মেঘের মধ্যে শুনিয়েছিল তারপর বাগিচা ওয়ালা লোকটিকে জিজ্ঞাসা করিল বাই আপনি আমার নাম জিজ্ঞাসা করিলেন কেন লোকটি বলল যে মেঘের এই পানি উহার মধ্যে হইতে একটি আওয়াজ শুনি আছি আপনার নাম লইয়া এলজি এর মধ্যে রেখে দিন
